আমুদরিয়া নিউজ : চিকেনের বদলে কুকুরের মাংস দিয়ে বানানো হতো মোমো। এই কাণ্ড ঘটিয়েছে মোহালির মাত্তৌরে একটি ফাস্ট ফুড কারখানায়। সেই কারখানায় অভিযান চালিয়ে ফ্রিজ থেকে মিলেছে কুকুরের মাথা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে, পৌরসভার একটি দল একটি রেসিডেন্সিয়াল বাড়িতে পরিচালিত ওই মোমো এবং স্প্রিং রোল কারখানায় হানা দেয়। জানা গিয়েছে, গত দুই বছর ধরে পরিচালিত এই কারখানাটি প্রতিদিন এক কুইন্টালের বেশি মোমো এবং স্প্রিং রোল তৈরি করত এবং এগুলো চণ্ডীগড়, পঞ্চকুলা ও কালকার বিভিন্ন স্থানে সরবরাহ করত।
