আমুদরিয়া নিউজ : হোলির দিন সকলের ভেতরে থাকা ছোটবেলার দিনগুলো যেন সামনে ভেসে ওঠে। অনেকেই তেমন হয়ে যেতে চান। যেমন দেখা গেল নামী, দামী ক্রিকেটারদেরও। এদিন রঙের খেলায় মেতেছেন ভারতের বর্তমান ও প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়রাও। রায়পুরে শচীন টেন্ডুলকার আন্তর্জাতিক মাস্টার্স লিগে (আইএমএল) ভারতীয় দলে তার সতীর্থ যুবরাজ সিং কে রঙ মেশানো জল দিয়ে ভিজিয়েছেন। আইপিএলের রাজস্থান রয়্যালস দলকে দেখা যায় গোলাপি আবির দিয়ে যশস্বী জয়সওয়াল ও কিছু খেলোয়াড় রাহুল দ্রাবিড়ের কাছে গিয়ে তাঁর মুখে আবির মাখাচ্ছে। এমন ভাবেই দেশের সকলে এদিন হোলিতে মেতে উঠেছিলেন।
