আমুদরিয়া নিউজ : সম্প্রতি মা হয়েছিলেন মহিলা। নবজাতককে স্তন্যপান করিয়ে খুশি ছিলেন তিনি। তবে তাঁর শাশুড়ি তাকে প্রস্তাব দেন, এবার তাঁর সন্তানকে তিনি স্তন্যপান করাবেন। শুনে মা আর স্থির থাকতে পারেননি। সমাজমাধ্যমে পোস্ট করেন তাঁর ঘটনা। তাঁর সন্তানকে তিনি ব্যতীত অন্য কেউ স্তন্যপান করাবেন জেনে নবজাতকের মা কিছুতেই রাজি না। দীর্ঘ হরমোন থেরাপির মাধ্যমে কৃত্রিমভাবে স্তন্য উৎপাদন করা যায়। এক্ষেত্রেও মহিলার শাশুড়ি তেমনটাই করতে চেয়েছেন বলে জানিয়েছেন মহিলা। তাঁর যুক্তি স্তন্যদান কেবল শিশুর শারীরিক বিকাশের জন্য নয়, মানসিক বিকাশের জন্যেও জরুরি। এই পদ্ধতির মাধ্যমে মায়ের সঙ্গে সন্তানের যোগসূত্র মজবুত হয়। তাই অন্য কাউকেই তিনি এই দায়িত্ব দিতে চান না।
