আমুদরিয়া নিউজ : বুধবার সকালে চিতা বাঘের হানায় জলহম হলেন এক মহিলা চা শ্রমিক। ঘটনা আলিপুরদুয়ার জেলার বীরপাড়া দলগাও চা বাগানে। জানা গেছে গীতা কিন্ডোয়ার নামের ঐ মহিলা চা শ্রমিক বুধবার সকালে চা পাতা তোলার কাজ করছিলেন সেই সময় চিতাবাঘটি তার ওপর হামলা চালায়। অন্যস্ন্য শ্রমিকদের চীৎকার চেঁচামেচিতে চিতাবাঘটি গীতাকে ছেড়ে পালিয়ে যায়। সাথে সাথে খবর দেওয়া হয় বন দপ্তরের দলগাও রেঞ্জে। খবর পেয়ে বন কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জখম মহিলাকে গাড়িতে করে বীরপাড়া রাজ্য সাধারন হাসপাতালে নিয়ে যান। জলহম মহিলা চা শ্রমিক বর্তমানে ওখানেই চিকিৎসাধীন। ঘটনায় রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে চা বাগানের শ্রমিক মহল্লায়। বন কর্মীরাও নজরদারি চালাচ্ছেন চা বাগানে।
 
					 
			 
		 
		 
		 
		