আমুদরিয়া নিউজ : কুমারগ্রাম ব্লকের খোয়াড়ডাঙ্গা এক নবম্বর গ্রাম পঞ্চায়তের আদিবাসী অধ্যূষিত মারাখাতায় একটি খেলার মাঠ দখলের চক্রান্ত প্রতিহত করার দাবিতে মঙ্গলবার কুমারগ্রাম ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে স্মারকলিপি দিলেন এলাকার বিধায়ক মনোজ কুমার ওঁরাও। তার সাথে ছিলেন স্থানীয় বাসিন্দারা। বিধায়ক জানান আদিবাসী অধ্যূষিত এই এলাকায় পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে আদিবাসী ছেলে মেয়েরা সরকারি এই জমিটিকে খেলার মাঠ হিসাবে ব্যবহার করে আসছে। কিছুদিন আগে কে বা কাহারা রাতের অন্ধকারে জেসিবি দিয়ে মাঠটিকে খুঁড়ে গর্ত করে দেয়। আদিবাসী ছেলেমেয়েদের খেলা ধূলার মাঠটি এভাবে নষ্ট করে দখলের চক্রান্ত করছে কে বা কাহারা। এই চক্রান্ত প্রতিহত করার দাবি জানিয়ে বি এল আর ও কে স্মারকলিপি দেওয়া হলো। স্মারকলিপি গ্রহন করে বি এল আর ও জানান বিষয়টি নিয়ে খোঁজ খবর করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
