আমুদরিয়া নিউজ : বৌমা চাকরিরতা। অথচ তাঁকেই শ্বশুরবাড়ি থেকে চাপ দেওয়া হয় রান্না করার জন্য। দীর্ঘদিন ধরেই এরকম চলছিল। একসময় বৌ অধৈর্য হয়ে ওঠেন। সমাজমাধ্যমে গোটা ঘটনা পোস্ট করেন। তিনি জানান, সারাদিন অফিসে কাটিয়ে তিনি একদমই রান্না করার সময় পান না। তাঁর একমাত্র ভরসা তাঁর পরিচারিকা। কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা বৌমার হাতের রান্না খাওয়ার জন্য ব্যস্ত। একদিন মহিলার শ্বশুর রান্নার লোককে ছুটি দেওয়ার কথা বলেন। তবে বউ মুখের ওপর না বলে দেন। এখন এই সমস্যা থেকে মুক্তি পেতে বউ সমাজ মাধ্যমের পরামর্শ নিতে চেয়েছেন। তাঁর মুখের ওপর না বলে দেওয়া সংগত কি না তাও জিজ্ঞাসা করেছেন তিনি। নেটিজেনরা তাঁকে নানান পরামর্শ দিয়েছেন। কেউ তাঁর পাশে দাঁড়িয়েছেন। কেউ আবার শ্বশুরবাড়ির লোককে সংযত হতে বলেছেন
