আমুদরিয়া নিউজ : সাত সকালে বাইসনের হানা কোচবিহারের গ্রামে। শুক্রবার সকালে কোচবিহার ১ নং ব্লকের মোয়ামারি গ্রামে দাপিয়ে বেড়ায় একটি পূর্ণ বয়স্ক বাইসন। এদিন বাইসনের হামলায় আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিছুদিন আগে এই গ্রাম পঞ্চায়েত এলাকায় বাইসনের হানায় ২ জন ঘায়েল হয়। তার রেশ কাটতে না কাটতেই ফের বাইসনের হামলায় এক জন আহত হওয়ায় সকাল সকাল আতঙ্কিত হয়ে পড়েন গ্রাম বাসীরা। এরপর খবর পেয়ে গ্রামে আসেন বন দফতরের কর্মীরা। পরে ঘুম পাড়ানি গুলি দিয়ে বাইসনটিকে কাবু করে নিয়ে যান বন কর্মীরা।