আমুদরিয়া নিউজ : এক ব্যক্তি জুতোয় কিছু লেগেছে কিনা দেখতে গেলে তাঁর কাঁধ থেকে তাঁর টাওয়ালটি পড়ে যায়। টাওয়ালটিকে তিনি মাটিতে পেতে ঠিক মতো ভাঁজ করতে যাচ্ছিলেন। হঠাৎ একজন এসে কয়েকটি টাকার কয়েন রেখে চলে যান টাওয়ালটিতে। টাওয়ালের মালিক কিছু বলতে যাওয়ার আগেই টাকা দিয়ে চলে যান ওই ব্যক্তি। এরপর টাওয়ালের মালিক আবার তুলতে যান মাটিতে পড়ে থাকা টাওয়ালটিকে। আবার একজন এসে টাকা দিয়ে চলে যান। টাওয়ালের মালিক তাঁকেও কিছু বলতে গেলে তিনিও পাত্তা না দিয়েই চলে যান। এরপর টাওয়ালের মালিক কিছু ভাবার আগেই আরও একজন টাকা দিয়ে চলে যান। অগত্যা টাওয়ালের মালিক টাওয়ালের কাছেই মাটিতে বসে পড়েন। মনে মনে ঠিক করেন, যা হচ্ছে ভালোই হচ্ছে। সম্প্রতি ভাইরাল হওয়া এই ট্রোল ভিডিওটি দেকে নেটিজেনদের কমেন্ট, গ্রহণযোগ্যতা সবসময়ই কাজে লাগে।
