আমুদরিয়া নিউজ : একটি জলাশয়ে স্নান করতে করতে উল্টে যায় একটি কচ্ছপ। পিঠের দিক চলে যায় জলের নীচে, বুকের দিক চলে আসে ওপরে। জলের মধ্যে হাত-পা ঝাপটিয়েও সোজা হতে পারছিল না কচ্ছপটি। আশেপাশে তার মতো আরও কয়েকটি কচ্ছপ ছিল। তারা একে একে এগিয়ে এসে জড়ো হয় ওল্টানো কচ্ছপটির কাছে। সকলে মিলে নীচের দিক থেকে ঠেলে অবশেষে তারা সোজা করে দেয় তাদের দোস্তকে। খুদে প্রাণীগুলির এই মনোভাবে উচ্ছ্বসিত নেটপাড়া। এমনই একটি ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়। হয়তো ব্যস্ত দুনিয়ায় একজোট হয়ে কাজ করার নজির প্রকৃতিতেও বর্তমান ভেবেই তাঁদের আনন্দ।
