আমুদরিয়া নিউজ : ১৯৮৬ সালে ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার কথা ভোলেনি বিশ্ব। ফের সেখানকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাল রাশিয়া, এমনই দাবি ইউক্রেনের। বৃহস্পতিবার মধ্যরাতে ড্রোন হামলায় কেন্দ্রটির সুরক্ষা কাঠামোর ব্যাপক ক্ষতি হলেও এখনও পর্যন্ত তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি। পর্যবেক্ষণ চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, সুরক্ষা কাঠামোটি সম্পূর্ণ ভেঙে পড়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে।
