আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর রাজ্য জুড়ে উদ্যোগ গ্রহণ করেছে উপভোক্তা সম্পর্ক অভিযানের। দুদিনের এই অভিযানে খাদ্য ও সরবরাহ দপ্তরের সমস্ত স্তরের আধিকারিক ও কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন রেশন দোকানে গিয়ে উপভোক্তাদের পরামর্শ ও মতামত গ্রহন করতে। সেই মোতাবেক আট ও নয় ফেব্রুয়ারি আলিপুরদুয়ার জেলার বিভিন্ন রেশন দোকানে পৌঁছে যান খাদ্য ও সরবরাহ দপ্তরের আধিকারিক ও কর্মীরা। তারা রেশন দোকানে আসা উপভোক্তাদের সাথে কথা বলেন এবং খাদ্য ও সরবরাহ দপ্তরের বিভিন্ন পরিষেবা সম্পর্কে তাদের মতামত ও পরামর্শ জানতে চান। জেলা খাদ্য ও সরবরাহ দপ্তর সূত্রে জানানো হয় দপ্তরের পরিষেবাকে আরো জনমুখী করে তোলার লক্ষ্যে এই উদ্যোগ।
