আমুদরিয়া নিউজ : গতকাল দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়। আম আদমি পার্টিকে পরাস্ত করে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে দিল্লির ক্ষমতা দখল করেছে বিজেপি। সেই খুশিতে রবিবার কোচবিহার শহরে বিশাল মিছিল করল বিজেপি। এদিনের মিছিলে বিজেপির প্রচুর নেতা-কর্মী, সমর্থকরা উপস্থিত ছিলেন। কোচবিহার শহরের ব্যঙচাতরা রোড পঞ্চরঙগী এলাকায় বিজেপির জেলা পার্টি অফিস থেকে এই মিছিল শুরু হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সুকুমার রায়, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে, তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা, বিজেপি নেতা বিরাজ বোস সহ আরও অন্যান্য নেতা- কর্মীরা। দিল্লি জয়ের খুশিতে নেতা কর্মীদের ভীষণ উল্লাস দেখা যায়।
এদিনের মিছিলের থেকে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতি সরব হন বিজেপি নেতা কর্মীরা। আগামী বিধানসভা নির্বাচনে এরাজ্যে বিজেপি ভালো ফল করবে বলে আশাবাদী নেতা-কর্মীরা। এদিনের মিছিলে বিজেপির ১৬০০ সক্রিয় সদস্য উপস্থিত ছিলেন। সেই সক্রিয় কর্মীদের থেকে জানা গিয়েছে, এখন থেকে প্রতি নিয়ত তারা তৃণমূল কংগ্রেসের স্বৈরাচার, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নামবে, প্রতিবাদ জানাবে বলে প্রতিজ্ঞাবদ্ধ।
এর পাশাপাশি এই মিছিল জেলা বিজেপি সভাপতি এই বার্তা দেন যে, তৃণমূল কংগ্রেসের যে সকল দুষ্কৃতি ও হারমাদরা বিজেপি নেতা-কর্মীদের গর্তে ঢুকিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে তারা যদি না শোধরায়, গণতন্ত্রকে সম্মান না করে তাহলে তারাও সেই পথে হাঁটবেন বলে হুশিয়ারি দিয়েছেন। এদিন এই মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলা পার্টি অফিসে এসে শেষ হয়।