আমুদরিয়া নিউজ : রমরমিয়ে চলছে কলকাতার বইমেলা। আয়োজন বিভিন্ন অনুষ্ঠানের। এদিন ১১ তম কলকাতা সাহিত্য উৎসবে সমরেশ মজুমদার স্মৃতি সম্মান পেলেন অঞ্জন দত্ত। তাঁর হাতে এই সম্মান তুলে দেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বিশেষ সম্মান পেয়ে গান গেয়ে সাহিত্যিক সমরেশ মজুমদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি।
