আমুদরিয়া নিউজ : অক্ষয় পেলেন রাষ্ট্রপতি পুরস্কার! দুর্দান্ত সাহসিকতার জন্য। ঘটনাটা কি!
সোমালিয়ার জলদস্যুরা আন্তর্জাতিক সীমান্তের সমুদ্রে ভারতের একটি বাণিজ্য জাহাজ দখল করে ১৭ জনকে বন্দি করে ফেলে। কোনমতে দস্যুদের নজর এড়িয়ে জাহাজের ক্যাপ্টেন বার্তা পাঠান তাঁদের উদ্ধারের জন্য। বার্তা পাওয়ার ১০ ঘণ্টার মধ্যে উদ্ধার না করলে জাহাজটি নিয়ে জলদস্যুরা নিজেদের দেশের ঘাঁটিতে নিয়ে যেতে পারে।
সে জন্য ভারতীয় বায়ুসেনা একটি টিম তৈরি করে। সেই টিমের উইং কমান্ডার ছিলেন অক্ষয় সাক্সেনা। না সিনেমার গল্প নয়। তারকা অভিনেতা অক্ষয় কুমারের গল্পও নয়। এ হল রিয়েল লাইফের হিরো অক্ষয় সাক্সেনার গল্প।
সম্প্রতি যাঁকে বায়ুসেনা পদক দেওয়া হয়েছে অতুলনীয় সাহসিকতার জন্য।
ঘটনাটা গত বছরের শুরুর দিকে। সোমালিয়ার কিছু জলদস্যুদের জাহাজ কয়েক মাস ধরে ক্রমাগত ভারতীয় বাণিজ্যিক জাহাজগুলোর ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছিল। গত বছরের ১৫ মার্চ তারা ভারতীয় যুদ্ধ জাহাজ আইএনএস কলকাতার ওপর গুলি চালিয়েছিল। তার কিছুদিন পড়েই তারা ১৭ জন নাবিক সহ ভারতের এমভি রুয়েন জাহাজকে আন্তর্জাতিক সমুদ্রে বন্দি করে।
সে সময়ই জলদস্যুদের শায়েস্তা করতে অপারেশন সংকল্প হয়। সেই অপারেশনের নেতৃত্ব দেন উইং কমান্ডার অক্ষয় সাক্সেনা। তাঁর নেতৃত্বে সোমালিয়ার সমুদ্রে একটি অভিযান চালানো হয়।
অপারেশন ডিটেল পরে জানাচ্ছি। আগে জেনে নিই অক্ষয় সাক্সেনা কে!
উইং কমান্ডার সাক্সেনা ২০০৬ সালে ভারতীয় বায়ুসেনার যোগ দেন এবং ২০২১ সাল থেকে তিনি সি ১৭ যুদ্ধবিমানের সাথে যুক্ত ছিলেন।
তাঁর নেতৃত্বেই সি ১৭ বিমানের সাহায্যে দুটি কমব্যাট রবার বোট প্রথমে সমুদ্রে নামান অক্ষয়। তার পরে ১৮ জন কমান্ডোকে ( বায়ুসেনার বিশেষ বাহিনী) যুদ্ধের সরঞ্জাম সহ সমুদ্রের ওই বোট দুটিতে নামানো হয়। এই অবতরণ শুনতে যতটা সহজ মনে হচ্ছে, আদতেও ভীষণ কঠিন ছিল।
বিমানটি সোমালিয়ার উপকূল থেকে প্রায় ২৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। অভিযানের কয়েক মুহূর্ত আগে অবতরণের নির্ধারিত জায়গাও পরিবর্তন হয়। ফলে ঝুঁকি বেডে গিয়েছিল। কিন্তু, মাথা ঠাণ্ডা রেখে অক্ষয় রাডারের গতিবিধি এড়াতে বিপজ্জনক রকম নিচু দিয়ে প্লেনটি ওড়াচ্ছিলেন। সমস্ত যন্ত্রাংশের আওয়াজ কমিয়ে দিয়েছিলেন। আলো প্রায় সবই নিভিয়ে দিয়েছিলেন। অল্প আলোয় দুটি বোট ঠিকঠাক জায়গায় নামানো, তার পরে ১৮ জনকে ড্রপ করা সহজ ছিল না। সবই ঠিকঠাক করেন। কমান্ডো বাহিনী ছিল যুদ্ধের সরঞ্জামে সজ্জিত। তাঁরা চারদিক থেকে জাহাজটি ঘিরে ফেলে। তার পরে জলদস্যুদের আত্মসমর্পণ করতে বাধ্য করে। দস্যুরা ধরা পড়ে।
এই রিয়েল হিরোর জন্য আমুদরিয়া নিউজের পক্ষ থেকেও অভিনন্দন রইল।
 প্রতিবেদক : শিউলি ভট্টাচার্য্য
   প্রতিবেদক : শিউলি ভট্টাচার্য্য
 
					 
			 
		 
		 
		 
		