আমুদরিয়া নিউজ : কয়েকদিন আগে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বিজেপির দখলে থাকা হরিয়ানা সরকার যমুনা নদীতে বিষ মিশিয়েছে বলে অভিযোগ করেছিলেন। তিনি দাবি করেন, দিল্লি ওয়াটার বোর্ড সেই জল দিল্লিতে আসা রুখে দেওয়ায় অনেক বাসিন্দা বেঁচে গিয়েছেন। এটা নিয়ে বিজেপি নির্বাচন কমিশনে অভিযোগ করেছিল। তাই নির্বাচন কমিশন আজ, বুধবার রাত ৮টার মধ্যে কেজরিওয়ালকে অভিযোগের পক্ষে প্রমাণ দিতে বলেছে। দিল্লি ওয়াটার বোর্ডের কাছেও রিপোর্ট চেয়েছে কমিশন। কমিশন জানিয়েছে, প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রমাণ দিতে না পারলে জেলও হতে পারে কেজরিওয়ালের বলে আইনজীবীদের একাংশ মনে করেন।
