আমুদরিয়া নিউজ : ব্যাংকক যাওয়ার ব্যাপারে যাঁরা উৎসাহী তাঁদের এ খবর জেনে রাখা ভাল। শনিবার বায়ুদূষণের কারণে থাইল্যান্ডের ২৫০টির বেশি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। বাতাসে দূষণের মাত্রা বিপজ্জনক হওয়ায় কর্মীদের বাড়িতে বসে কাজ করার নির্দেশ জারি করেছে বহু অফিস। শনিবার সকালে বিশ্বের সর্বাধিক দূষিত শহরের তালিকায় ব্যাংকক আট নম্বরে ছিল বলে একটি সুইস সমীক্ষক সংস্থা জানিয়েছে। বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি কতটা সেই হিসেবে দূষণের মাত্রা ঠিক হয়। থাইল্যান্ডে প্রতি বর্গমিটারে যার পরিমাণ ১২২ মাইক্রোগ্রাম। যে কণা ফুসফুসের মাধ্যমে রক্তপ্রবাহে প্রবেশ করে ক্যানসার পর্যন্ত হতে পারে। থাইল্যান্ডে শীতকালে ফসলের খড়ের গাদায় আগুন দেওয়া ও গাড়ির ধোঁয়া বাতাসের সঙ্গে মিশেই পরিস্থিতি মাত্রাছাড়া হয়েছে বলে অনেকের ধারণা।
