আমুদরিয়া নিউজ : পুলিশকে গুলি করে বন্দি ছিনতাইয়ের ঘটনায় মদতকারী আবদুল হোসেন ওরফে আবালকে গ্রেফতার করল পুলিশ। সোমবার গভীর রাতে উত্তর দিনাজপুরের করণদিঘির রসাখোয়া এলাকা থেকে তাকে ধরা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, ধৃত বাংলাদেশি। সে এ দেশে ঢুকে অপরাধ চক্রে জড়িত হয়। তার পরে বিয়েও করে গোয়ালপোখরের এক তরুণীকে।
জেলেই তার সঙ্গে সাজ্জাকের আলাপ হয় বলে পুলিশের অনুমান। তার পরেই আবাল সাজ্জাককে পালাতে মদত দেয়।
ইতিমধ্যে এনকাউন্টারে সাজ্জাকের মৃত্যু হয়েছে। আগেই ধরা পড়েছে একজন মদতদাতা।
 
					 
			 
		 
		 
		 
		