আমুদরিয়া নিউজ : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবা ও ছেলের। রবিবার ঘটনাটি ঘটেছে কোচবিহার ১নং ব্লকের দেওয়ানবস এলাকায়। মৃত ওই দুজনের নাম মদন মণ্ডল (৪৬),মৃদুল মন্ডল(২৬)। তাদের বাড়ি ফলিমারি গ্রামে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চিলকিরহাট ফাঁড়ির পুলিশ। দেহ দুটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ছেলেকে নিয়ে বাইকে চেপে মাঘপালার দিক থেকে নিশিগঞ্জের দিকে আসছিলেন মদন মন্ডল। সেই সময় দেওয়ানবস এলাকায় উলটো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাইকের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। পরে স্থানীয়রা খবর দেয় চিলকিরহাট ফাঁড়ির পুলিশকে। পরে পুলিশ এসে তাদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।