আমুদরিয়া নিউজ : এবার দিল্লিতে বসে এক ভিডিও বার্তায় বাংলাদেশের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করলেন তাঁকে হত্যার ষড়যন্ত্র হয়েছিল। ২০-২৫ মিনিট দেরি হলেই তাঁকে মেরে ফেলা হতো বলে দাবি করেছেন তিনি। তাঁর এই ভিডিও শেয়ার করা হয়েছে আওয়ামি লিগের ফেসবুক পেজে। গত বছরের ৫ আগস্ট সে দেশে ছাত্র ও জনতার বিক্ষোভে ইস্তফা দিতে বাধ্য হন শেখ হাসিনা। তিনি ও তাঁর বোন রেহানা ভারতে আশ্রয় নেন।
আওয়ামি লিগের ফেসবুক পেজে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ২০-২৫ মিনিটের ব্যবধানে আমি আর আমার বোন রেহানা মৃত্যুর মুখ থেকে ফিরেছি। না হলে ওরা আমাদের হত্যা করত। এর আগে ২০০৪ সালের ২১ আগস্ট আমার উপর গ্রেনেড হামলা হয়। কিন্তু আল্লা আমাকে রক্ষা করেন। আমার হয়তো অনেক কিছু করার বাকি ছিল তাই আমি ফিরে আসি। এরপর কোটালিপাড়ায় বোমা বিস্ফোরণের ছক কষা হয়েছিল। সেখান থেকেও আমি বেঁচে ফিরি। তারপর আমাকে মেরে ফেলার বহু চক্রান্ত হয়েছে। কিন্তু আল্লার দয়ায় আজ আমি জীবিত। কিন্তু দেশে আমার ঘরবাড়ি ওরা সব পুড়িয়ে দিয়েছে। এ কথা বলার পরে তিনি কেঁদে ফেলেন।