আমুদরিয়া নিউজ : এক কিশোরী খেলোয়াড়কে ২ বছর ধরে কয়েকজন কোচ, সহ খেলোয়াড় সহ অন্তত ৬০ জন ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে কেরলে। তা নিয়ে তোলপাড় এখন সেই রাজ্য। সংবাদ সংস্থা জানিয়েছে, ওই মামলায় ৬ জন গ্রেফতার হয়েছে। আরও ৫৪ জনকে খোঁজা হচ্ছে। কেরলের পাথানামথিট্টায় ওই ব্যাপারে একাধিক এফআইআর হয়েছে। ওই কিশোরীটি খেলায়োড়দের জন্য নির্ধারিত ক্যাম্পেও থাকত। এখন তার বয়স ১৮ বছর। সম্প্রতি তার আচরণে কিছু অস্বাভাবিকতা দেখা যায়। তার পরে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাউন্সেলিংয়ে ডাকা হলে বিষয়টি সামনে আসে।
সে সময়ে কিশোরীটি জানায়, তাকে দু বছর আগে এক কোচ প্রথম ধর্ষণ করেন। তার পরে আরও কয়েকজন কোচ একইভাবে অত্যাচার করেন। নানা সময়ে তাকে অন্তত ৬০ জন ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে সে।
 
					 
			 
		 
		 
		 
		