আমুদরিয়া নিউজ : এক দম্পতি এবং তাদের তিন কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার করা হলো তাদের বাড়ি থেকে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের লিসাদি গেট পুলিশ স্টেশন এলাকায়।
কয়েকদিন যাবত বাইরে থেকে তালা দেওয়া একটি ঘরের নালিশ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দেখেন দরজাটি বাইরে থেকে বন্ধ করা এবং ছাদ থেকে ভিতরে গিয়ে ভেতরে পাঁচটি দেহ পাওয়া গেছে। স্বামী স্ত্রী সহ তাদের তিন কন্যাকে আফসা (৮), আজিজা (৪), আদিবা (১) পাওয়া যায়। পুলিশের সন্দেহ এই ঘটনায় কোনো ঘনিষ্ঠ আত্মীয় জড়িত। বর্তমানে পুলিশ ঘটনাটির তদন্ত করছে খুনিকে খুঁজতে।
বুধবার থেকে ভাইয়ের খোঁজ না পাওয়ায়, চিন্তিত হয়ে দাদা এদিন পাড়া পড়শিদের সহায়তায় দরজা খোলেন এবং ভেতরে তার ভাই ও ভাইয়ের বউয়ের দেহ দেখতে পান। শিশুগুলোকে পাওয়া যায় বিছানার বাক্সের ভেতর থেকে।