আমুদরিয়া নিউজ: ঘন কুয়াশায় পথ ভুল করে বৃহস্পতিবার সাতসকালে ডুয়ার্সের ফালাকাটা শহরে ২টি হাতি ঢুকে পড়ে। শহরে ঢুকে একটি স্কুলের পাঁচিল ভেঙে ফেলে হাতিদুটি। রাস্তার ধারে রেলিংও উপড়ে দেয়। সুভাষপল্লি লাগোয়া এলাকায় হাতি দুটি ঘোরাফেরা করে জঙ্গলের পথ খুঁজতে থাকে। বন দফতর খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে। ধীরে ধীরে হাতি দুটিকে বনের দিকে ফেরানো হয়।
