আমুদরিয়া নিউজ : পাঞ্জাব পুলিশ বৃহস্পতিবার ৮৪ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে ২.৫ কেজি হিরোইন, ৮৬ কেজি পোস্তের ভুসি এবং মাদক পাচারের প্রায় ৭৫ হাজার টাকা। কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যের যুদ্ধ নাশিয়ান বিরুদ্ধ অভিযানের ৪১ দিনে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৬২১- এ।
