আমুদরিয়া নিউজ: বয়স যে শুধুই একটা সংখ্যা মাত্র তা প্রমাণ করে দিলেন ব্রিটিশ বৃদ্ধা ওলেনা বাইকো। ৮৩ বছর বয়সে ১১৭ মিটার বাঞ্জি জাম্পিং দিয়ে তাক লাগিয়ে দিলেন সকলকে। জানা গিয়েছে ইংল্যান্ডের বাসিন্দা ওলেনা ঋষিকেশে ঘুরতে এসে পৌঁছে যান সেখানকার জনপ্রিয় বাঞ্জি জাম্পিংয়ের স্পটে। অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু এই বয়সে কী তাঁকে অনুমতি দেওয়া উচিত হবে তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই। সবাইকে আশ্বস্ত করে বাঞ্জি জাম্পিংয়ে অংশ নেন তিনি। শুধু তাই নয় প্রতিটি মুহূর্ত উপভোগ করতে দেখা যায় তাঁকে। দেখা গিয়েছে, ঝাঁপ দেওয়ার আগে থেকেই খুশিতে লাফাছেন তিনি। ঝাঁপ দেওয়ার পর যেন তিনি ফিনিক্স পাখি। নতুন উড়তে শেখা পাখির মতো শরীর হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন তিনি। ব্রিটিশ বৃদ্ধার কীর্তি ভাইরাল সোশাল মিডিয়ায়। এই ভিডিও দেখার পর নেট নাগরিকরা বৃদ্ধার প্রশংসায় পঞ্চমুখ। একজন লিখেছেন, “বার্ধক্য হল অ্যাডভেঞ্চারের সঠিক সময়, হারানোর কিছু নেই।”