আমুদরিয়া নিউজ: গত বছর ১৪ অগস্ট মধ্যরাতে আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় শিয়ালদহ আদালতে জামিন পেলেন সিপিএম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়-সহ আট জন বাম নেতানেত্রী। তালিকায় মিনাক্ষী ছাড়াও রয়েছেন কলতান দাশগুপ্ত, এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, দিধীতি রায়, বর্ণনা মুখোপাধ্যায়, পৌলবী মজুমদার, মহিলানেত্রী দীপু দাস এবং বিকাশ ঝা। গত বছর ১৪ অগস্ট মেয়েদের রাত দখলের দিন আরজি করের অদূরেই বাম ছাত্র-যুবদের অবস্থান চলছিল। রাত দখলের মধ্যেই এক দল দুষ্কৃতী আরজি করে ঢুকে তাণ্ডব চালিয়েছিল। সেই মামলাতেই নাম জড়িয়েছিল মিনাক্ষীদের। দুটি মামলা হয় টালা থানায়। আর একটি মামলা রুজু হয় উল্টোডাঙ্গা থানায়। ওই ঘটনায় কয়েক দিন আগেই চার্জশিট পেশ হয়েছে। সোমবার আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন জানান মিনাক্ষীরা। আদালত প্রত্যেকের জামিন মঞ্জুর করেছে।
