আমুদরিয়া নিউজ: রাতভর ভারী বৃষ্টিতে দিল্লিতে দেওয়ালের একাংশ ভেঙে পড়ে মৃত্যু হল দুই শিশু-সহ ৮ জনের। দক্ষিণ-পূর্ব দিল্লির জৈতপুর এলাকার হরি নগরের ঘটনা। জানা গিয়েছে একটি পুরনো মন্দিরের পাঁচিলের পাশে ঝুপড়িতে থাকতে দুই শিশু-সহ ৮ জন। আচমকা ওই পাঁচিলেরই একাংশ ভেঙে পড়ে। আহতদের উদ্ধার করে সফদরজং হাসপাতালে এবং দিল্লি এইমসে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় আট জনের। মৃতদের মধ্যে দুই মহিলা এবং দুই শিশু রয়েছে। দুর্ঘটনার পরেই ওই মন্দির সংলগ্ন এলাকা থেকে বাকি ঝুপড়ি ফাঁকা করে দেওয়া হয়েছে। শুক্রবার রাত থেকে দিল্লিতে অবিরাম ভারী বৃষ্টিপাতের চলছে। শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত দিল্লির সফদরজঙে ৭৮.৭ মিলিমিটার, প্রগতি ময়দানে ১০০ মিলিমিটার, লোধি রোড এলাকায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শনিবারও শহরে লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন।