আমুদরিয়া নিউজ: পাকিস্তানের সেনাঘাঁটিতে আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত হয়েছেন অন্তত ৭ জওয়ান। পাশাপাশি ১৩ জন সেনা জওয়ান আহত হয়েছেন। শুক্রবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজ়িরিস্তানের ঘটনা। সূত্রের খবর ওই সেনাঘাঁটির দেওয়ালে বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে ধাক্কা মারে জঙ্গিরা। পাকিস্তানের সংবাদমাধ্যমে জঙ্গি হামলার কথা স্বীকার করা হলেও কোনও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি। বরং তাঁরা জানিয়েছে জঙ্গি হামলার চেষ্টা রুখে দিয়েছে সেনাবাহিনী।
