আমুদরিয়া নিউজ: বালোচিস্তানে পাক সেনার টহলদারি গাড়িতে আইইডি বিস্ফোরণে নিহত পাক উপকূলরক্ষী বাহিনীর সাত জওয়ান। মঙ্গলবার বালোচিস্তানের দক্ষিণপশ্চিম প্রদেশে আইইডি বিস্ফোরণের ঘটায় বিদ্রোহীর। বিদ্রোহী গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলা চালিয়েছে বলে পাক পুলিশের দাবি। জিওয়ানির দাশত নালা এলারাক পাক উপকূলরক্ষী বাহিনীর রুটিন টহলদারির রাস্তার পাশে আইইডি পুঁতে দূর নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে পুলিশের দাবি। বিস্ফোরণের জেরে গাড়িটি ভস্মীভূত হয়ে যায়। পাকিস্তান দীর্ঘদিন ধরে বালোচ বিদ্রোহীদের সঙ্গে লড়াই চালাচ্ছে। পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান সংঘাতের আবহে সক্রিয় বালোচ বিদ্রোহীরা।
