আমুদরিয়া নিউজ: মন্দিরে শোভাযাত্রা চলাকালীন পদপিষ্ট হয়ে অন্তত ৭ জনের মৃত্যু হল। আহত তিরিশেরও বেশি। দুর্ঘটনাটি ঘটেছে গোয়ার শিরগাঁও মন্দিরে। জানা গিয়েছে, শুক্রবার অনেক রাতে শিরগাঁওয়ে মন্দিরের বার্ষিক শোভাযাত্রা ‘শ্রী লাইরাই যাত্রা’য় অংশ নেন হাজার হাজার মানুষ। তখনই ঘটে যায় অঘটন। ভিড়ের চাপে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। ভোরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
অনেকে ভিড়ের ঠেলায় পড়ে যান, আর উঠতে পারেননি। আহতদের গোয়া মেডিক্যাল কলেজ ও উত্তর গোয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে প্রশাসন। গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে প্রতি বছর বার্ষিক শোভাযাত্রা হয়। একে ‘শিরগাঁও যাত্রা’ বা ‘দেবী লাইরাই যাত্রা’ও বলা হয়ে থাকে। এখানে পুণ্যার্থীরা খালি পায়ে জ্বলন্ত অঙ্গারের মধ্যে দিয়ে হেঁটে যান।