আমুদরিয়া নিউজ: ইজরায়েলের সঙ্গে সংঘর্ষবিরতির চুক্তি সই হওয়ার পর ৭ জন পণবন্দিকে মুক্তি দিল হামাস। জানা গিয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে ৭ পণবন্দিকে। জানা গিয়েছে, ইতান মোর, গালি বারমান, জিভ বারমান, মাতান আংরিস্ত, ওমরি মিরান, গিলবোয়া দালাল এবং আলন আহেলকে প্রথম দফায় মুক্তি দিয়েছে হামাস। দু’বছরের বন্দিদশা কাটিয়ে অবশেষে নিজেদের দেশে ফিরলেন তাঁরা। জানা গিয়েছে প্রথম দফায় আরও ১৩জন পণবন্দিকে ফিরিয়ে দেবে হামাস। তার পরিবর্তে ১৯০০ প্যালেস্তিনীয়কে জেল থেকে মুক্তি দেবে ইজরায়েল। পণবন্দিদের মুক্তির খবর আসতেই কার্যত উৎসবে মেতে উঠেছেন ইজরায়েলি আমজনতা।