আমুদরিয়া নিউজ : শনিবার রাত ২টো নাগাদ অসমে গুয়াহাটি থেকে ১২৬ কিমি দূরে হোজাই জেলায় রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ৭টি হাতির মৃত্যু হয়েছে। একটি হাতিশাবক আহত হয়েছে। হাতির পালটি রেললাইন পার হচ্ছিল। রেল সূত্রের খবর, কমবেশি ১০০টি হাতি লাইন পার হচ্ছিল। দূর থেকে তা দেখে চালক ব্রেক কষেন। তবুও ওই হাতিগুলিকে বাঁচানো যায়নি। জরুরি ব্রেক কষায় ৭টি কামরা লাইনচ্যূত হয়। যাত্রীরা জখম হন। ওই লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।