আমুদরিয়া নিউজ: অস্ত্রোপচারে গাফিলতিতে চরম পরিণতি মহিলার। পেটে ১২ বছর ধরে ছিল একজোড়া খুদে অস্ত্রোপচারের কাঁচি। ২০১২ সালের পর সেই কাঁচি অস্ত্রোপচার করে চিকিৎসকরা বের করলেন ২০২৪ সালে। ঘটনাটি সিকিমের। ওই হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, স্বাস্থ্য কর্তা এবং চিকিৎসকদের একটি কমিটি তৈরি হয়েছে। তারা ১২ বছর আগের ঘটনার অভিযোগের তদন্ত চালাচ্ছেন।
