আমুদরিয়া নিউজ: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে হেলিকপ্টার ভেঙে মৃত্যু হল ছয়জনের। জানা গিয়েছে, এদিন সকালে হেলিকপ্টারটি দেরাদুন থেকে হারসিল হেলিপ্যাডের উদ্দেশে রওনা দিয়েছিল। কিছু দূর যাওয়ার পরই উত্তরকাশী জেলায় কপ্টারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। শুরু হয় উদ্ধারকাজ। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই চার জন পর্যটকের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসা চলাকালীন আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনাটির পরই শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী ধামি। তিনি এও জানিয়েছেন, আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।
