আমুদরিয়া নিউজ: ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সংঘর্ষে অন্তত অন্তত চার-পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল। দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকানদের সঙ্গে নৈশভোজে যোগ দেন ট্রাম্প। সেখানে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প বলেন,”আমরা অনেকগুলি যুদ্ধ থামিয়েছি। আর সেগুলি যথেষ্ট গুরুতর ছিল। ভারত ও পাকিস্তানের যুদ্ধপরিস্থিতিতে একাধিক বিমান নামানো হচ্ছিল। আমি যতদূর জানি, আসলে পাঁচটি বিমান নামানো হয়। দু’টি পারমাণবিক শক্তিধর দেশ পরস্পরকে আঘাত করছিল। এটা আসলে নতুন ধরনের যুদ্ধ।” তবে কোন দেশের ক’টি বিমান ধ্বংস হয়েছিল, সে বিষয়ে কিছু বলেননি ট্রাম্প। পাশাপাশি আরও একবার মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যেকার রক্তক্ষয়ী ওই সংঘাত তিনিই থামিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, বাণিজ্য চুক্তি না করার হুমকিতেই কাজ হয়েছে।
