আমুদরিয়া নিউজ: ১৫ই অগাস্ট দেশজুড়ে পালিত হতে চলেছে স্বাধীনতা দিবস। তেরঙ্গায় সেজে উঠবে গোটা দেশ। কিন্তু, জানেন কী বিশ্বে এমন পাঁচটি দেশ রয়েছে যারা এই একই দিনেই স্বাধীনতা দিবস পালন করছে। কোন কোন দেশ রয়েছে এই তালিকায়?
উত্তর ও দক্ষিণ কোরিয়া: ১৯৪৫ সালের ১৫ অগস্ট জাপানি ঔপনিবেশিকতা কাটিয়ে স্বাধীনতা লাভ করে কোরিয়া। পরে অবশ্য উত্তর ও দক্ষিণ, দু’টি আলাদা রাষ্ট্রে বিভক্ত হয়ে যায় কোরিয়া। এখনও প্রতি বছর ১৫ অগস্ট স্বাধীনতা দিবস উদ্যাপন করে দুই দেশ।
রিপাবলিক অফ কঙ্গো: দীর্ঘ ৮০ বছর ফ্রান্সের উপনিবেশ থাকার পরে ১৯৬০ এর ১৫ই অগস্ট ফরাসি শাসন থেকে মুক্ত হয় রিপাবলিক অফ কঙ্গো। এরপর থেকে এই দিনেই সে দেশে পালিত হয় স্বাধীনতা দিবস।
বাহরিন: ১৯৭১ সালের ১৫ আগস্ট নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে বাহরিন। এই দিনেই সেখানে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। দু’পক্ষের মধ্যে বন্ধুত্বপূর্ণ চুক্তির মাধ্যমে স্বাধীনতা লাভ করে বাহরিন।
লিচেনস্টাইন: আয়তনে ক্ষুদ্র হলেও ইউরোপের ধনী দেশগুলির মধ্যে অন্যতম লিচেনস্টাইন। ১৮৬৬ সালের ১৫ই অগাস্ট জার্মানির কাছ থেকে স্বাধীনতা পায় এই দেশ। ১৯৪০ সাল থেকে এই দেশে ১৫ আগস্ট জাতীয় দিবস হিসাবে পালিত হয়।