আমুদরিয়া নিউজ: আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশে আটক কাকদ্বীপের ৩৪ মৎস্যজীবী। তাঁদের দুটি ট্রলারও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বাগেরহাট জেলার কাছে মোংলা বন্দরের অদূরে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কয়েক দিন আগে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ওই মৎস্যজীবীরা। কিন্তু জলসীমা লঙ্ঘন করে ট্রলারগুলো বাংলাদেশে ঢুকে পড়ে। এরপরই ৩৪ জন মৎস্যজীবীকে আটক করে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। নিয়ে যাওয়া হয় মোংলা বন্দরে। বাজেয়াপ্ত করা হয় তাঁদের ট্রলার। ওই ৩৪ জনের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপও করা হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, আটক মৎস্যজীবীদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে রাজ্যের মৎস্য দফতর। যোগাযোগ রাখা হচ্ছে বাংলাদেশের ভারতীয় দূতাবাসের সঙ্গেও।
