আমুদরিয়া নিউজ : প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। খারিজ করা হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পূর্ববর্তী চাকরি বাতিলের রায়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তাঁর অভিযোগ, বিচারব্যবস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত করেছেন অভিজিৎ-ই, যা দেশের বিচারব্যবস্থা ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। ডিভিশন বেঞ্চের রায় প্রাথমিকে নিয়োগ সংকটের গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিল।