আমুদরিয়া নিউজ : আফ্রিকার কঙ্গোর একটি তামা ও কোবাল্ট খনিতে ঢোকার সময়ে মই ভেঙে মাটি চাপা পড়ে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। শনিবার লুয়ালাবা প্রদেশের খনিতে প্লাবিত এলাকায় মইটি ভেঙে পড়ে। ৩২ জনের দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও অন্তত ৩০ জন বলে সন্দেহ করা হচ্ছে। কঙ্গো বিশ্বে কোবাল্টের ৭০ শতাংশেরও বেশি জোগান দেয়। এই কোবাল্ট বৈদ্যুতিক গাড়ি, ল্যাপটপ কম্পিউটার এবং মোবাইল ফোনে ব্যবহৃত ব্যাটারির জন্য জরুরি।