আমুদরিয়া নিউজ: সীমান্তে উত্তেজনার জেরে দেশের ৩২টি বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধের নির্দেশ দিয়েছিল কেন্দ্র। সোমবার নতুন করে তা চালু করা হয়েছে। আগে ঘোষণা করা হয়েছিল, ১৫ মে পর্যন্ত বিমানবন্দরগুলি সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে। এই বিমানবন্দরগুলিতে সমস্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে। আজ সকালেই ফের ঘোষণা করা হল, ১২ মে, সোমবার থেকেই খুলে যাচ্ছে উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দর। এদিন সকাল সাড়ে ১০টা থেকেই পরিসেবা চালু হয়েছে চণ্ডীগড়ের শহিদ ভগৎ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দর। অন্যান্য বিমানবন্দরেও পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। যুদ্ধ পরিস্থিতির জেরে দেশের যে ৩২টি বিমানবন্দর ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি হল, অধমপুর, অম্বালা, অমৃতসর, অবন্তিপুর, বাতিন্ডা, ভূজ, বিকানের, চণ্ডীগড়, হালওয়ার, দিন্ডন, জয়সলমেঢ়, জম্মু, জামনগর, যোধপুর, খান্ডলা, কাংরা, কেশুধ, কিষাণগড়, কুল্লু মানালি, লেহ, লুধিয়ানা, মুন্দ্রা, নালিয়া, পাঠানকোট, পাটিয়ালা, পোরবন্দর, রাজকোট, সারসওয়া, শিমলা, শ্রীনগর, থোয়াইস ও উত্তরলাই।
