আমুদরিয়া নিউজ: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ হল ৩০ মাওবাদী। নিরাপত্তাবাহিনীর তরফে জানা গিয়েছে, বুধবার গোপন সূত্রে খবর পেয়ে ছত্তিশগড়ের অবুজমাঢ় এলাকায় অভিযানে নামে নিরাপত্তাবাহিনী। খবর ছিল, ওই এলাকায় লুকিয়ে রয়েছে এক মাও কমান্ডার। সেইমতো এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। এই অবস্থায় পিছু হঠার জায়গা না পেয়ে, মরিয়া হয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াইয়ের পর ৩০ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মাওবাদীদের অন্যতম নেতা নাম্বালা কেশব রাওয়ের মৃত্যু হয়েছে বলেই খবর। তার ওপর ১ কোটি টাকার পুরষ্কার ঘোষণা করা হয়েছিল। গুলির লড়াই এখনও চলছে এলাকায়। অনুমান করা হচ্ছে, আরও বেশ কয়েকজন মাওবাদী লুকিয়ে রয়েছে ওই এলাকায়। এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
