আমুদরিয়া নিউজ : গোয়ার বাগা বিচের একটি নাইট ক্লাবে আগুন লেগে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। জখম আরও ৫০ জন। শনিবার রাত ১টা নাগাদ ঘটেছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযোগ,. মালিক, ম্যানেজারের আগুন নেভানোর পর্যাপ্ত আয়োজন করেননি। গাফিলতির অভিযোগে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গোয়ার মুখ্যমন্ত্রী ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।