আমুদরিয়া নিউজ: ঝাড়খণ্ডে নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হল তিন মাওবাদী নেতার। গোপন সূত্রে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে ঝাড়খণ্ডের গুমলা জেলার কেচকি গ্রামের কাছে জঙ্গল ঘেরা এলাকায় অভিযানে নামে নিরাপত্তারক্ষীরা। বেশ কিছুক্ষণ দুপক্ষের গুলির লড়াই চলার পর অবশেষে মৃত্যু হয় তিন মাওবাদী নেতার। ঘটনাস্থলে থেকে উদ্ধার হয়েছে বহু অস্ত্রশস্ত্রও। ঝাড়খণ্ড পুলিশের মুখপাত্র মাইকেল রাজ এস ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন যে তিনজন মাওবাদীর মৃত্যু হয়েছে তারা নিষিদ্ধ গোষ্ঠী জেজেএমপি-র সদস্য ছিল।
