আমুদরিয়া নিউজ : মোস্ট-ওয়ান্টেড মাওবাদী হিদমাকে খতম করার জন্য এ বছরের সবচেয়ে বড় অভিযান চালাচ্ছে সিআরপিএফ। বৃহস্পতিবার তেলেঙ্গানার সীমান্তে ৩ মহিলা নকশালকে নিহত করেছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী। এটি ছত্তিশগড় পুলিশ ও সিআরপিএফ দলের একটি যৌথ অভিযান ছিল।
