আমুদরিয়া নিউজ : রাস্তায় দুর্ঘটনায় আহতকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিলে সেই ব্যক্তিকে ২৫ হাজার টাকা পুরস্কার দেবে কেন্দ্রীয় সরকার। এমনই ঘোষণা করেছেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি। সাধারণত, রাস্তায় দুর্ঘটনায় আহত কাউকে পড়ে থাকতে দেখলে অনেকে পুলিশি ঝামেলার ভয়ে মুখ ফিরিয়ে চলে যান। তা যাতে না হয়, সে জন্যই এই উদ্যোগ কেন্দ্রের। কারণ, চিকিৎসা পরিভাষায় দুর্ঘটনার পরে প্রথম এক ঘণ্টাকে গোল্ডেন আওয়ার বলে মনে করা হয়। ওই সময়ের মধ্যে আহতকে হাসপাতালে পৌঁছে চিকিৎসা শুরু হলে বাঁচার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়।
