আমুদরিয়া নিউজ: বাইকের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন। মৃত্যু হল অন্তত ২৫ জন যাত্রীর। আহত আরও অনেকে। শুক্রবার ভোরে দুর্ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে। জানা গিয়েছে, হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল বাসটি। ভোরে কুর্নুল জেলার চিন্নেতকুর গ্রামের কাছে বেঙ্গালুরু-হায়দরাবাদ হাইওয়েতে একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে বাসটির। তাতে বাসটিতেই আগুন ধরে যায়। নিমেষে দাউদাউ করে জ্বলতে থাকে গোটা বাস। বিস্ফোরণের শব্দও শোনা যায়। মাত্র কয়েক মিনিটের মধ্যে বাসটি পুড়ে ছাই হয়ে যায়। বেশিরভাগ যাত্রী দরজা ভেঙে বেরিয়ে আসারও সময় পাননি। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে অন্তত ৪০-৪২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে।