আমুদরিয়া ডেস্ক: রেস্তোরাঁয় আগুন লেগে মৃত্যু হলো ২২ জনের। দুর্ঘটনাটি ঘটেছে চিনের লিয়াওনিং প্রদেশের উত্তরপূর্বাঞ্চলের লিয়াওয়াং শহরের একটি রেস্তরাঁয়। দুর্ঘটনায় আহতও হয়েছেন আরও তিন জন। সেদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর মঙ্গলবার দুপুর ১২ টা ৫৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল।
দমকল সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২২ জনের ঝলসানো দেহ বার করা হয়েছে রেস্তরাঁ থেকে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও কী ভাবে ওই আগুন লাগল, তা জানানো হয়নি। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘটনাকে ‘গভীর উদ্বেগজনক’ বলে মন্তব্য করার পাশাপাশি আহতদের চিকিৎসায় এবং নিহতদের পরিবারকে সাহায্য করার নির্দেশ দিয়েছেন। যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে প্রতিশ্রুতি দিয়েছেন।