আমুদরিয়া নিউজ: আলিপুর চিড়িয়াখানায় আসতে চলেছে গ্রিন অ্যানাকোন্ডা। সবুজ অ্যানাকোন্ডা নিয়ে আসার কথা বেশ কয়েক বছর ধরেই চলছিল। মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে তাদের নিয়ে আসার কথা ছিল। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক আলিপুরকে সবুজ অ্যানাকোন্ডা দিতে রাজি হয়। বন দফতর সূত্রের খবর, শাঁখামুঠি সাপ এবং গ্রিন ইগুয়ানা (গিরগিটি জাতীয় সরীসৃপ)-এর বদলে চেন্নাইয়ের ‘ক্রোকোডাইল ব্যাঙ্ক’ থেকে মোট সবুজ অ্যানাকোন্ডা আনার বিষয়ে চুক্তি হয়েছে। প্রসঙ্গত, অ্যানাকোন্ডা প্রজাতির সাপেরা দক্ষিণ আমেরিকার আমাজন নদী সন্নিহিত অরণ্যের বাসিন্দা। এর আগে ২০২৯ সালে ম্যাড্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে চারটি হলুদ (ইয়েলো)অ্যানাকোন্ডা আনা হয়েছিল আলিপুর চিড়িয়াখানায়।
