আমুদরিয়া নিউজ: আহমেদাবাদ দুর্ঘটনার পর ভুল দেহ পেয়েছেন বলে অভিযোগ এনেছেন ব্রিটেনের দুই নিহত নাগরিকের পরিবার। তাঁদের আইনজীবী জানিয়েছেন, দুর্ঘটনার পর যে দেহ তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে সেগুলোর ডিএনএ আবার পরীক্ষা করানো হয়। তখনই দুই পরিবার জানতে পারে, ভুল দেহ পাঠানো হয়েছে তাঁদের। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ব্রিটেনের ৫৩ জন নাগরিকের মৃত্যু হয়। অধিকাংশ ব্রিটিশ নাগরিকের শেষকৃত্য হয়ে গিয়েছে ভারতেই। তবে ১২ জনের দেহ পাঠানো হয়েছিল ব্রিটেনে। কিন্তু তার মধ্যে দু’জনের দেহ ফের ডিএনএ পরীক্ষা করতেই দেখা যায়, ভুল দেহ পাঠানো হয়েছে। সংবাদ সংস্থা জানিয়েছে কফিনে ‘ভুল দেহ’ আসায় প্রথামাফিক যে শ্রদ্ধানুষ্ঠান হওয়ার কথা ছিল তা-ও বাতিল করে দিতে বাধ্য হয়েছে নিহত এক ব্রিটিশ নাগরিকের পরিবার। শুধু তা-ই নয়, একটি কফিনে আবার দুই ভিন্ন যাত্রীর দেহাবশেষ পাঠিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে বিবৃতি প্রকাশ করে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি নিয়ে ব্রিটেনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
