আমুদরিয়া নিউজ: বুধবার ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় অস্ত্রসহ আত্মসমর্পণ করল ৭ মহিলা সহ ১৬ মাও নেতা। আত্মসমর্পণকারী ন’জন জঙ্গির মাথার মোট দাম ছিল ৪৮ লক্ষ টাকা। জানা গিয়েছে, আত্মসমর্পণকারী মাওবাদীরা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র সদস্য ছিল। আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম হল ডেপুটি কমান্ডার পোদিয়া মারকাম ওরফে রতন এবং প্লাটুন সদস্য মনোজ দুগ্গা ওরফে, সুমিত্রা ওরফে সানি কুরসাম এবং ভ্যানিলা ফারসা। মাও আদর্শের প্রতি হতাশ এবং বিরক্ত হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।
