আমুদরিয়া নিউজ: ইজ়রায়েলের ধারাবাহিক বোমা বর্ষণে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। প্রতি দিনই বাড়ছে মৃতের সংখ্যা। এই অবস্থায় রাষ্ট্রপুঞ্জ আশঙ্কা প্রকাশ করেছে, গাজ়ায় পর্যাপ্ত ত্রাণ না পৌঁছোলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে ১৪ হাজার শিশুর! রাষ্ট্রপুঞ্জের মানবিক সহায়তা বিষয়ক কর্তা টম ফ্লেচার সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, এই মুহূর্তে গাজ়ার প্রয়োজন বিপুল পরিমাণ মানবিক সহায়তার। দীর্ঘ ১১ সপ্তাহ পর সোমবার গাজ়ায় পাঁচটি ত্রাণবোঝাই ট্রাক প্রবেশে অনুমোদন দিয়েছে ইজ়রায়েল। তবে ফ্লেচারের মতে, এই ত্রাণ সরবরাহ পর্যাপ্ত নয়। কারণ, যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে প্রায় ২১ লক্ষ মানুষের বাস। তার প্রায় অর্ধেকই শিশু। মাত্র পাঁচটি ট্রাকবোঝাই ত্রাণে তাদের চাহিদা কোনও ভাবেই মিটবে না বলে আশঙ্কা রাষ্ট্রপুঞ্জের। এদিকে ত্রাণবাহী ট্রাকগুলো গাজায় প্রবেশ করলেও, তারা সীমান্তের ঠিক ওপারে রয়েছে এবং এখনও ফিলিস্তিনিদের কাছে পৌঁছায়নি।
